বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তারপর থেকে শুরু হবে নির্বাচনের প্রক্রিয়া। তাহলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে কারণ আমরা তো জয়ী হবো, যারা জিতবে না তারা তাদের নির্বাচনে ভোট চুরির প্রকল্প নিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজকে কোনো রাজনৈতিক দল নেই, এরা বিক্রি হয়ে গেছে অফিসারদের কাছে, পুলিশের কাছে, দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে। এদের কোনো রাজনৈতিক ভবিষ্যত নেই। শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ধ্বংস করে দিয়েছে।
জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে বিশ্বাস করতে পারে না।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ওমর ফারুক টপি, ভিপি জসিম, ভিপি পলাশ, জেলা যুবদলের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা।