পুরুষ করলে ‘ওয়াও’, নারী করলেই প্রশ্ন: মালাইকা

0
পুরুষ করলে ‘ওয়াও’, নারী করলেই প্রশ্ন: মালাইকা

বরাবরই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যজীবনের ইতি, বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানো কিংবা হাঁটুর বয়সী ব্যবসায়ীর সঙ্গে রোম্যান্সের গুঞ্জন—সবকিছু নিয়ে চর্চায় তিনি। 

আলোচনার পাশাপাশি প্রচুর সমালোচনাও শুনতে হয় মালাইকাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ব্যক্তিজীবন নিয়ে যে সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, সমাজের সেই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।

তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে—এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি। তার কথায়, আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে—তাহলে সবাই বলে, ওয়াও, কী দারুণ! কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই? এই ধাঁচগুলো এখনো আমাদের সমাজে আছে।

সবশেষ ‘থাম্মা’ ছবির আইটেম গান ‘পয়জন বেবি’-তে দেখা গিয়েছিল মালাইকাকে। এ ছাড়া রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্টে’র বিচারক হিসেবে টেলিভিশন পর্দায় দেখা যায় তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here