দুদিন ধরে লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

0
দুদিন ধরে লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

ছোট পর্দার পরিচিত মুখ তিনু করিম। তবে অভিনেতা এখন ভালো নেই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তার স্ত্রী হুমায়রা নওশিন সংবাদমাধ্যমে জানান, তিনুর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। 

অভিনেতার স্ত্রী জানান, গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। তখন শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে আইসিইউতে রাখা হলেও দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেয়া হয়।

তবে বুধবার আবার রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা হঠাৎ কমে গেলে তিনি জ্ঞান হারান। এরপর তাকে প্রথমে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়। 

স্বামীর জন্য সবার দোয়া কামনা করে হুমায়রা নওশিন বলেন, সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের কাছে ফিরে আসতে পারেন। তিনু করিমের ১১ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

প্রসঙ্গত, প্রায় দুই যুগ ধরে অভিনয়ে সক্রিয় তিনু করিম ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। এর পর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয় করেছেন এ অভিজ্ঞ অভিনয়শিল্পী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here