পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

0
পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছচাষি সিয়াম বলেন, শখের বশেই মাছ চাষ শুরু করেছিলাম। স্বাবলম্বী হওয়ার আশায় গত প্রায় ৬ মাস আগে পুকুরটিতে দুই লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলাম। ছয় মাসে মাছের খাবারসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে আরও প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার টাকার মাছ বিক্রি করেছি। পুকুরে অবশিষ্ট মাছ অন্তত সাড়ে তিন লাখ টাকা বিক্রির আশা ছিল আমার। বৃহস্পতিবার সকালে দেখি সব মাছ মরে ভেসে আছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। এই ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজখবর নিয়ে দেখছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here