আমার জন্যই বিশ্বকাপ পেল না পাকিস্তান! কেন বললেন শাহিন আফ্রিদি?

0

অনেক আশা জাগিয়েও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। সেই ম্যাচে হারের দায় নিজের ঘাড়ে নিয়েছেন দেশটির পেসার শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার ৬ মাস পরেও আফসোস যাচ্ছে না তার।

ফাইনালে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শাহিন। ফলে বল করতে পারেননি তিনি। তার খেসারত দিতে হয়েছিল দলকে। সেই বিষয়ে শাহিন বলেছেন, ‘‘দেশের হয়ে বিশ্বকাপ জেতা সব ক্রিকেটারেরই স্বপ্ন। ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে আমি ওই মুহূর্তে চোট না পেলে আমরা হয়তো জিততাম। চোট পাওয়ায় আমি বল করতে পারিনি। তার জন্যই হারতে হয়েছিল। এখনও আফসোস হয়।’’

একটি বল করার পরে আবার খোঁড়াতে শুরু করেন শাহিন। আর বল করতে পারেননি তিনি। ২.১ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন শাহিন। তিনি বল করতে না পারায় অধিনায়ক বাবরের সব পরিকল্পনা এলোমেলো যায়। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতে যায় ইংল্যান্ড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here