মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

0
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেজগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।

বক্তব্যে আব্দুস সালাম আজাদ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া চান। একই সঙ্গে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সুস্থতাও কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, নজরুল ইসলাম ধলু, সাগর বেপারী, আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, হাজী মুক্তার হোসেন খান, রিপন তালুকদার, তানভীর আহম্মেদ অভি, জুয়েল শিকদার, মহিলা দলের রোকেয়া আখতার, নারগিছ বেগম, বৃষ্টি আক্তারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here