অধিকৃত পশ্চিম তীরে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর হাতে আরও এক ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতের নাম আলা কায়সিয়াহ (২৮), তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়াহকে ‘দখলদাররা’ গুলি করে হত্যা করেছে। তবে ইসরায়েলের দাবি, নিহত ফিলিস্তিনি যুবক তেনে ওমারিম বসতিতে একজন ইসরায়েলিকে ছুরিকাঘাত করার চেষ্টা করেন। এসময় একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে।