পরপারে পাড়ি জমালেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অমরনাথ। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও ফুসফুসে ফাইব্রোসিসও ধরা পড়েছিল। বৃহস্পতিবার মুম্বাইয়ে তার মৃত্যু হয়।
‘মেঘ কালো’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অমরনাথ। এরপর ‘কুহেলি’, ‘ছিন্নপত্র’ ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘অগ্নিশ্বর’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘বিদ্রোহী’র মত জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। হিন্দি সিনেমা ‘অমানুষ’, ‘ডিস্কো ডান্সার’-এ দেখা গেছে প্রবীণ এ অভিনেতাকে।