নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার পচারবাড়ি এলাকার শিবপুর-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন।
নিহতরা হলেন শিবপুরের বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে ২২ বছর বয়সী মাহমুদুল হাসান রাজ ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের ২১ বছর বয়সী আব্দুল জলিলের ছেলে শফিক।
তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় আহত দু’জনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতদের স্বজনরা বলছেন, রাজ ও শফিক ব্যবসার কাজ শেষে মনোহরদী থেকে মোটরসাইকেলে করে শিবপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শফিক।
ওসি আফজাল হোসাইন বলেন, ‘ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

