পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক মঈন খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই গুজবের মাঝেই প্রকাশ্যে এসে নিজে পুরোপুরি সুস্থ আছেন বলে জানালেন এই সাবেক ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো তার অসুস্থতা এমনকি মৃত্যু সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দিয়েছেন। এই ধরনের দাবিকে চরম দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে মঈন খান একটি ভিডিও বার্তাও দিয়েছেন। ক্রীড়া সাংবাদিক কাদির খাজার শেয়ার করা ভিডিওতে তিনি ভক্তদের নিশ্চিত করেছেন তার স্বাস্থ্য বেশ ভালো আছে।
১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য মঈন বলেন, অনলাইন রিপোর্টগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি যাচাই না করে তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে অনুরোধ জানান।
মঈন খান বলেন, আজ সকাল থেকে আমার স্বাস্থ্য এমনকি আমার মৃত্যু সম্পর্কিত খবর ছড়ানো হচ্ছে, যা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের আমি জানাতে চাই যে আলহামদুলিল্লাহ, আমি পুরোপুরি সুস্থ আছি এবং আমার জীবন উপভোগ করছি। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।
সূত্র: গালফ নিউজ

