শীতেও কমছে না চুল–পড়া? ঘরেই বানিয়ে নিন ৩ ধরনের প্রাকৃতিক সিরাম

0
শীতেও কমছে না চুল–পড়া? ঘরেই বানিয়ে নিন ৩ ধরনের প্রাকৃতিক সিরাম

শীতকালে খুশকি, মাথার ত্বক আঠালো হয়ে যাওয়া আর অবিরাম চুল–পড়ার সমস্যা যেন আরও বেড়ে যায়। নিয়মিত শ্যাম্পু করেও তেমন লাভ হয় না। তাই অনেকেই সিরামের উপর ভরসা রাখেন। তবে দোকানের রসায়নিকযুক্ত সিরামের বদলে ঘরেই প্রাকৃতিক উপাদানে বানিয়ে নিতে পারেন কার্যকর সিরাম। এতে চুলের ক্ষতি কমে, উল্টো বাড়ে জেল্লা ও ঘনত্ব।

জেনে নিন ঘরোয়া উপাদানে তৈরি তিনটি সিরামের সহজ রেসিপি—

১. ক্যাস্টর অয়েল–নারকেল তেলের সিরাম

যা লাগবে:

২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল

২ টেবিল চামচ নারকেল তেল

৫–৬ ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি অয়েল

যেভাবে ব্যবহার করবেন:

সব উপাদান ভালো করে মিশিয়ে মাথার ত্বক ও চুলে মালিশ করুন। ৫ মিনিট মালিশের পর ৩০ মিনিট চুল বেঁধে রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমাতে এবং চুল ঘন করতে সাহায্য করে।

২. অ্যালোভেরা–হোহোবা অয়েল সিরাম

যা লাগবে:

৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল

১ টেবিল চামচ হোহোবা অয়েল

৬ ফোঁটা রোজমেরি অয়েল

ব্যবহারবিধি:

মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। বাজারচলতি সিরামের তুলনায় এটি আরও কোমল ও কার্যকর। নিয়মিত ব্যবহার করলে চুলের জেল্লা বাড়ে, ভাঙন কমে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।

৩. পেঁয়াজের রস–অলিভ অয়েল সিরাম

যা লাগবে:

২ চামচ পেঁয়াজের রস

১ চামচ অলিভ অয়েল

১ চামচ মধু

যেভাবে লাগাবেন:

সব উপাদান একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। প্রায় আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হবে, চুলে আসবে ঔজ্জ্বল্য এবং কমবে চুল–পড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here