কানাডার সাস্কাটুনে বিকাশের নতুন কমিটির দাঁয়িত্ব গ্রহণ

0
কানাডার সাস্কাটুনে বিকাশের নতুন কমিটির দাঁয়িত্ব গ্রহণ

কানাডার সাস্কাটুনে বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান (বিকাশ)-এর বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

সাস্কাটুন ইন হোটেলে অনুষ্ঠিত এই এজিএমে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি অধ্যাপক খান আরিফ ওয়াহিদের সভাপতিত্বে সভা শুরু হয়। তিনি আর্থিক প্রতিবেদনসহ গত দুই বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। 

২০২৫-২০২৭ মেয়াদে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট আরিফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) অপুর্ব দাস, ভাইস প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স) সাহরিমা জান্নাত ঐশী, জেনারেল সেক্রেটারি মো. মাহমুদুল হাসান চৌধুরী, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) মো. আশরাফুল ইসলাম কাউসার, সেক্রেটারি (ফান্ডরেইজিং) এ জেড এম সাইফুল আলম, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) অঙ্কন দাস, সেক্রেটারি (স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট) স্নেহময় দাস, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন অ্যাক্টিভিটিজ) ফইজুর রাজ্জাক, সেক্রেটারি (উইমেন অ্যাফেয়ার্স) রেজওয়ানা পারভিন এবং সেক্রেটারি (মেম্বার অ্যান্ড কমিউনিকেশন) রাকিবুল ইসলাম চৌধুরী।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সবাইকে মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে এক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here