নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস।
সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়লে এ খাত আরও সমৃদ্ধ হবে। তাদের মতে, স্থানীয় পর্যায়ে পশুপালন, দুধ-মাংস উৎপাদন ও রোগ প্রতিরোধ কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা, খামারি ও কর্মকর্তারা অংশ নেন।

