রূপগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

0
রূপগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস।

‎সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়লে এ খাত আরও সমৃদ্ধ হবে। তাদের মতে, স্থানীয় পর্যায়ে পশুপালন, দুধ-মাংস উৎপাদন ও রোগ প্রতিরোধ কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

‎উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা, খামারি ও কর্মকর্তারা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here