প্রবীণ বলিউড অভিনেত্রী জয়া বচ্চন সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের আচরণ ও পোশাক নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, পাপারাজ্জিরা নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে উদ্ভট প্রশ্ন করে। এদের কি সাংবাদিক বলে?
জয়ার এই মন্তব্যকে পেশার অপমান হিসেবে দেখছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি বলেন, পাপারাজ্জিদের ছবি তোলার ধরণ সমালোচনা করা এক ব্যাপার, কিন্তু পুরো চিত্রসাংবাদিকতার পেশাকে অপমান করা ঠিক নয়। জয়ার মন্তব্যে এক ধরনের অভিজাতসুলভ ঔদ্ধত্য ফুটে উঠেছে।
অশোকের দাবি, জয়ার মতো ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ সদস্যের কাছ থেকে এমন শ্রেণিবৈষম্যমূলক মন্তব্য একেবারেই কাম্য নয়। তিনি জানান, পাপারাজ্জিদের জন্য জয়ার এই মন্তব্য থেকে একটা অভিজাতসুলভ ঔদ্ধত্যের দুর্গন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, যদি জয়া বচ্চন পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে এতটাই বিরক্ত হন, তবে এত অপ্রয়োজনীয় রাগ দেখানোর আগে বিষয়টি বিবেচনা করা উচিত।

