আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের নির্বাচনি কর্মশালা স্থগিত

0
আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের নির্বাচনি কর্মশালা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

আগামীকাল বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব মো. শিমুল আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মশালাটি বাতিল করা হলো।

প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, জেলা নির্বাচনী কর্মকর্তা, প্রতি জেলার একজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসি অংশগ্রহণের কথা ছিল। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা সংযুক্ত থাকার কর্মসূচিও ছিল।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিশেষ অতিথি থাকার কথা ছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকলের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণার মাধ্যমে কর্মশালার গুরুত্ব আরোপ করেছিল।

তবে হঠাৎ স্থগিত ঘোষণার ফলে আগামী নির্বাচনের প্রস্তুতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয়মূলক প্রশিক্ষণের কার্যক্রম আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here