জেলার ২: কিং খান–রজনীকান্ত একসাথে!

0
জেলার ২: কিং খান–রজনীকান্ত একসাথে!

সাউথ–বলিউড মিলিয়ে আবারও নতুন উত্তেজনা—রজনীকান্ত এর ‘জেলার ২’-এ শাহরুখ খান ক্যামিও করতে পারেন এমন জোড়ালো জল্পনায় সরগরম পুরো ইন্ডাস্ট্রি। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নির্মাতা কিংবা অভিনেতা–দু’পক্ষের কেউই আনুষ্ঠানিক কিছু জানায়নি।

ইতোমধ্যেই মহাতারকাদের ভিড়ে সাজানো হচ্ছে নেলসন পরিচালিত জেলার ২’। ছবিটির সম্ভাব্য কাস্টে রয়েছেন মোহনলাল, শিবরাজকুমার, এসজে সুরিয়া, বিজয় সেতুপতি, জ্যাকি শ্রফ। যাদের প্রত্যেকেই প্রথম কিস্তির উত্তাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।

এর মধ্যেই শোনা যাচ্ছে, ২০২৬ সালের মার্চে শাহরুখের অংশ বিশেষভাবে শুট হবে। যদি সত্যি হয়, তবে ‘রা.ওয়ান’-এর পর আবারও কিং খান–রজনীকান্তকে একসঙ্গে দেখার সুযোগ মিলবে ভক্তদের। আর সেই সম্ভাবনায় সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

এদিকে ছবির গুরুত্বপূর্ণ শুটিং চলছে গোয়ায়, যেখানে একাধিক তারকা অংশ নিচ্ছেন। সংগীত করছেন আনিরুধ। আর প্রযোজনায় রয়েছে সান পিকচার্স। সব ঠিক থাকলে ‘জেলর ২’ ১২ জুন ২০২৬-এ বিশ্বজুড়ে মুক্তি পাবে।

ভক্তরা আশা করছেন—ডিসেম্বর ১২, সুপারস্টারের জন্মদিনে হয়তো মিলবে প্রথম ঝলক বা টিজার। 

সূত্র: ইন্ডাস্ট্রি বাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here