সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

0
সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ ছাড়তে রাজি হয়েছেন, যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলাসহ সব অভিযোগের দমন অন্তর্ভুক্ত থাকবে।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ নভেম্বর মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন। মাদুরো জানিয়েছিলেন, যদি সাধারণ ক্ষমা দেওয়া হয়, তবে তিনি দেশ ত্যাগ করতে রাজি আছেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন।

ট্রাম্প মাদুরোর বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করেন এবং তাকে এক সপ্তাহ সময় দেন। এই সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প শনিবার ভেনেজুয়েলার আকাশসীমা অবৈধভাবে বন্ধের ঘোষণা দেন।

রয়টার্স জানায়, মাদুরোর সঙ্গে এই কথোপকথন মাত্র ১৫ মিনিট স্থায়ী হয় এবং বর্তমানে তার সামনে খুব বেশি বিকল্প নেই।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here