উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা পড়ার পূর্বাভাস

0
উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা পড়ার পূর্বাভাস

দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) হালকা কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।  

আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ১৩ দশমিক ২ ডিগ্রি ও  সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। 
 
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়  ‘ডিটওয়াহ’উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গত ৩০ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল এবং বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় ১ ডিসেম্বর দুপুরে (১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮০ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর এবং ক্রমান্বয় দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here