লিবিয়ায় আটক গৌরনদী ও আগৈলঝাড়ার ৪০ যুবক

0
লিবিয়ায় আটক গৌরনদী ও আগৈলঝাড়ার ৪০ যুবক

লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার সময় আটক হয়েছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪০ যুবক। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করেছে লিবিয়া পুলিশ। আটক হওয়া যুবকদের স্বজনরা সোমবার এ তথ্য জানিয়েছেন। 

আটক হওয়া যুবকদের মধ্যে ৩৬ জন গৌরনদীর ৩ জন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের সাথে দালাল চক্রের এক সদস্যও আটক হয়েছেন। 

আটক হওয়া এক যুবকের মা জেসমিন খানম বলেন, লিবিয়ার একদল পুলিশ গত ২৭ নভেম্বর দিবাগত রাত একটার দিকে বেনগাজি’র সিটি খলিফা এলাকায় অভিযান চালিয়েছে। সেখানের গেইমঘর থেকে দালাল চক্রের এক সদস্যসহ মোট ৪০ জনকে আটক করেছে পুলিশ। তার ছেলেসহ আটককৃত সকল যুবকদের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছেন লিবিয়া পুলিশ। গত শনিবার রাতে কৌশলে অপর একটি মোবাইল দিয়ে আটক হওয়ার বিষয়টি ছেলে জানিয়েছে। 

তিনি আরো বলেন, আমার ছেলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইতালি যাওয়ার সময় গত ২৩ সেপ্টেম্বর রাতে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হয়েছিলো। আটকের ২৭ দিন পর দালাল জাকির মোল্লা তাদের ছাড়িয়ে আনে। পরে দালাল চক্রের অপর এক সদস্যের জিম্মায় রেখেছিলেন। এবারও আটকৃতদের কারাগার থেকে জাকির মোল্লা ছাড়াবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here