মোবাইল নম্বর, বানানসহ সীমিত পরিসরে চলবে এনআইডি সংশোধন

0
মোবাইল নম্বর, বানানসহ সীমিত পরিসরে চলবে এনআইডি সংশোধন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বন্ধ থাকলেও মোবাইল নম্বর এবং নামের বানানসহ সীমিত পরিসরে চলবে সংশোধন কার্যক্রম।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাগরিকদের এনআইডি সংশোধনের জন্য সাতটি গুরুত্বপূর্ণ সংশোধন স্থগিত থাকবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই এসব সেবা পুনরায় চালু করা হতে পারে।

যে ৭টি সেবা স্থগিত থাকবে— ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি। 

অন্যদিকে, বর্তমানে নাগরিকদের জন্য কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। এই ক্ষেত্রগুলোতে এনআইডি সংশোধনের জন্য আবেদন করা যাবে। 

যে আবেদনগুলো সংশোধন করা যাবে— নামের বানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও টেলিফোন নম্বর (বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে এই পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে)।

ইসি সচিব বলেন, নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম বর্তমানে চালু আছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। তবে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন, শুধু তাদের নামই আসন্ন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। এর বাইরে, চেক ডেট বা কাট-অফ ডেট ৩১ অক্টোবর এর পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।

সচিব আরও জানান, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here