ইমরান খান বেঁচে আছেন, তবে…

0
ইমরান খান বেঁচে আছেন, তবে…

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ, পিটিআই–এর সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং এখনো আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। তার দাবি, দেশ ছাড়তে চাপ সৃষ্টি করতেই ইমরান খানকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, ইমরান খানের জনপ্রিয়তায় বর্তমান সরকার ভীত। এ কারণেই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, গত এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদের কারোই দেখা করতে দেওয়া হয়নি। তার ভাষায়, এটি মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং ইমরান খানের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল।

সম্প্রতি আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এই গুজব ছড়ানোর পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে। তবে খুররম জিশান স্পষ্ট করে বলেন, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং এখনো আদিয়ালা জেলেই আছেন। তিনি ঠিক আছেন।’

ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চাইছে পাকিস্তান সরকার—এ প্রশ্নে জিশান জানান, ইমরান খানকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এমনকি চুপ থাকার শর্তে তাকে নিজের পছন্দের যেকোনো জায়গায় যেতে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু ইমরান খান যেহেতু আপসহীন নেতৃত্বের প্রতীক—তিনি কোনো চুক্তিতে রাজি হবেন না বলেই দাবি করেন পিটিআইয়ের এই নেতা।

জিশান আরও বলেন, সরকার চায় ইমরান খান দেশ ত্যাগ করুন এবং নীরব থাকুন। কিন্তু দলের বিশ্বাস, রাজনৈতিক ভবিষ্যৎ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এ পথে হাঁটবেন না।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here