টরন্টোয় মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের অভিষেক

0
টরন্টোয় মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী মৌলভীবাজারবাসীর এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। নানা পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।

কানাডা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৫–২০২৭ মেয়াদের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী, আহ্বায়ক তাহমিনা চৌধুরীসহ পুরো কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পার্থি কান্ডাবেল, লিবারেল পার্টির অন্টারিও প্রভিন্সের ভাইস প্রেসিডেন্ট আহসানুল হাফিজ, কনজারভেটিভ পার্টির আ স ম নুরুল্লাহ তরুণ, সাংবাদিক শওগাত আলী সাগর, ব্যারিস্টার আরিফ হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী রনি, ইউনাইটেড জালালাবাদ এসোসিয়েশনের খসরুজ্জামান চৌধুরী দুলু, অ্যাকাউন্ট্যান্ট সারওয়ার চৌধুরী এবং ব্যারিস্টার ওয়াসিম আহমেদ। বৃহত্তর সিলেটের বিভিন্ন সংগঠনের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

সভাপতি সৈয়দ মাহবুব, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী ও আহ্বায়ক তাহমিনা চৌধুরী অভিষেক উপলক্ষে বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সুমাইয়া রিদি, ফারহানা চৌধুরী লিমা, এ জে মাসুদ ও শামীম চৌধুরী। নৃত্য পরিবেশন করে বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা। পুরো অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্বে ছিলেন আহ্বায়ক তাহমিনা চৌধুরী ও সদস্য সচিব সুহেলুজ্জামান খান।

অভিষেক উপলক্ষে ‘চায়ের দেশ’ শিরোনামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টোর আবৃত্তিশিল্পী ও উপস্থাপিকা ফারহানা আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here