মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭, আহত ৫

0
মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭, আহত ৫

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এবং পাঁচজনেরও বেশি আহত হয়েছেন। এরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, দুইটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়।

হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তার করার পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এ হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০৬ সালে মেক্সিকোতে সরকারি পর্যায়ে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। পাশাপাশি ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ, যাদের অনেকের হদিস মিলেনি।

সূত্র: ফার্স্টপোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here