ট্রাম্পের আকাশসীমা নিয়ন্ত্রণকে উপনিবেশবাদ আখ্যা দিল ভেনেজুয়েলা

0
ট্রাম্পের আকাশসীমা নিয়ন্ত্রণকে উপনিবেশবাদ আখ্যা দিল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণাকে ‘উপনিবেশবাদের হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা।

একই সঙ্গে এ ধরনের হুমকি জনগণের বিরুদ্ধে অবৈধ আক্রমণ বলে কড়া সমালোচনা করেছে দেশটি।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে এয়ারলাইন, পাইলট এবং মানব ও মাদক পাচারকারীদের সতর্ক করে বলেছেন ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার জন্য, যদিও অন্য দেশের আকাশসীমা বন্ধ করার কোনও আইনি ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।  

মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে ইউএসএস জেরাল্ড ফোর্ড-সহ বেশ কিছু বিমানবাহী জাহাজ। মাদকপাচার রোধের প্রচেষ্টার আড়ালে মোতায়েন করা হয়েছে প্রায় ১৫ হাজার সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এর প্রেক্ষিতে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ক্ষমতা হরণে লিপ্ত।

ভেনেজুয়েলা ছয়টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনকে, যেমন ইবেরিয়া ও তুর্কিশ এয়ারলাইনস, দেশে অবতরণের জন্য নির্ধারিত সময়মতো ফ্লাইট শুরু না করার কারণে নিষিদ্ধ করেছে। দেশটি কার্টেল দে লস সোলস-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই কার্টেলকে ভেনেজুয়েলার সামরিক ও সরকারি সংস্থায় প্রভাব বিস্তারকারী হিসেবে দাবি করছে। সূত্র: স্কাই নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here