মো. হাসানুর রহমানকে সভাপতি ও তুহিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মালয়েশিয়া শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে ।
গত ২৬ নভেম্বর সাইবার দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল উক্ত কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সাংঠনিক সম্পাদক পদে একরাম জাহিদ, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মারুফ ও দপ্তর সম্পাদক পদে মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত নব-নির্বাচিত সভাপতি মো. হাসানুর রহমান এক প্রতিক্রিয়ায় জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে নানামুখী অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের শিকার বিএনপি। বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী সাইবার দল মালয়েশিয়া সর্বদা সজাগ ও সোচ্চার থাকবে এবং কেন্দ্র হতে প্রদত্ত দায়িত্ব আমরা যথাযথ ঐক্যবদ্ধ ভাবে পালন করতে বদ্ধপরিকর। ’

