বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের পাশে প্রশাসন

0

রাজশাহীর পবায় বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে নিহতের বাড়িতে গিয়ে এই অনুদান প্রদান করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। একই সময়ে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। জেলা প্রশাসনের সহযোগিতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়। 

পবা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বজ্রপাতে উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের সাইরপুকুর গ্রামের আরফান আলির ছেলে সাব্বির হোসেন (২১) নিহত এবং একই গ্রামের সুরমান আলির ছেলে সুজন (২০), সলেমান আলির ছেলে রিফাত (১৯) হোসেন ও আজিম আলির ছেলে রমজান (১৭) আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা বাড়ির পাশের বিল এলাকায় দানা ফ্যাক্টরির পাশে ঝড়ের কবলে পড়ে। তারা রাস্তার পাশে এক টং-ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে সাব্বির নিহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here