দুর্ঘটনায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়ি, অল্পের জন্য রক্ষা

0

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। 

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের। এতে ডেপুটি হাই কমিশনারের গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও সপরিবারে প্রাণে রক্ষা পান তারা। 

তিনি আরও জানান, এ ঘটনায় বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) বাসসহ আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here