খাগড়াছড়িতে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ

0

খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘যারা আজ রাজপথ রক্তাক্ত করেছেন তাদের পতন হয়েছে।’

পথে পথে হামলা হয় নোমানের গাড়ি বহরে। শুক্রবার বিকেলে ভাঙ্গা ব্রিজ এলাকায় সমাবেশ করেছে বিএনপি। 

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ,সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ,এডভোকেট আবদুল মালেক মিন্টুসহ নেতার্কমীরা। চট্টগ্রাম থেকে আসার পথে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হামলা করা হয়। এতে জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরাসহ পাঁচ জন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here