আফগানিস্তানের বিপক্ষে কেমন দল?

0

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আগামী ১৪ জুন।

হোম কন্ডিশনে এ সিরিজকে বিশ্বকাপের আগে যাচাই-বাছাইয়ের সবচেয়ে বড় সুযোগ, বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে এ সিরিজের স্কোয়াডে কারা থাকছেন, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমনের ধারণা, সেরা ক্রিকেটারদের নিয়েই টেস্ট দল সাজাবে টাইগাররা।

সাবেক এ অধিনায়ক যোগ করেন, আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না।

বিসিবি এ নির্বাচকের বিশ্বাস, মিরপুরের উইকেট কেমন হতে পারে, না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।

সবশেষ ২০১৯ সালে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে স্পিন উইকেটের খেসারত দেয় টাইগাররা। 

রশিদ-নবিদের বিপক্ষে অতীত অভিজ্ঞতা তুলে ধরে বাশার আরও জানান, আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। কিন্তু এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here