নরসিংদীতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেক নেতার মৃত্যু

0

অভ্যন্তরীণ কোন্দলের জেরে নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম (২০)।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছাত্রদল নেতা সাদেকুর রহমানের (৩২।  

নিহতদের মধ্যে সাদেকুর রহমান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর এলাকার আলাউদ্দিনের ছেলে। আর নিহত আশরাফুল সাঠিরপাড়ার নাজমুল হকের ছেলে। তিনি শহর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here