বগুড়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী জাকিরুল ইসলাম (২২)-কে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাপাড়ায় তার নিজ বাড়িতে হুইলচেয়ারটি পৌঁছে দেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।
হেলেঞ্চাপাড়ার জিল্লুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার দিনমজুর বাবা আর্থিক অসঙ্গতির কারণে তার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করতে পারছিল না। বিষয়টি জানার পর সাংবাদিক কালাম আজাদ হুইলচেয়ারের ব্যবস্থা করেন।
সাংবাদিক কালাম আজাদ বলেন, জাকিরুল নিজে চলাচল করতে পারে না। তার চলাচলের জন্য আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি।
এ সময় উপস্থিত ছিলেন শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি অফিসের সহকারী শাখাওয়াত হোসেন প্রমুখ।

