প্রথমবারের মতো কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করল দক্ষিণ কোরিয়া

0

প্রথমবার নিজেদের উদ্ভাবিত রকেটে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। 

রয়টার্সের খবর অনুসারে, দক্ষিণ কোরিয়া দেশীয় তৈরি রকেট বৃহস্পতিবার প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে একটি বাণিজ্যিক গ্রেডের স্যাটেলাইট স্থাপন করেছে।

খবর অনুসারে, নুরি রকেটটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে নারো স্পেস সেন্টার থেকে উত্তোলন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী লি জং-হো বলেছেন, স্যাটেলাইট নূরির তৃতীয় উত্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটি ৪৭ মিটার (১৫৫ ফুট) লম্বা এবং ২০০ টন ওজনের ছিল খরচ হয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ওয়ান (১.৫ বিলিয়ন ডলার) । 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here