নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

0

নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের উপ নির্বাচনে মো. নাসির উদ্দিন রানা ঢোল প্রতীকে ৩ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট। 

বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চারজনের মধ্যে অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে খন্দকার আজিজুর রহমান মাজাহারুল পেয়েছেন ২ হাজার ৪৩৪ ভোট ও ঘোড়া প্রতীকে দৌলত মিয়া পেয়েছেন ১ হাজার ৭২১ ভোট। ইউনিয়নটিতে মোট ভোটার ছিল ১৬ হাজার ৯৮৩ জন ভোটার। তারমধ্যে পুরুষ ৮ হাজার ৪৮৬ এবং নারী ৮ হাজার ৪৯৭ জন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here