‘ফ্রিল্যান্সার’ ছবিতে দুই নায়ক এক নায়িকা

0

‘রাগী’ ছবির পর এবার দ্বিতীয় ছবি ‘ফ্রিল্যান্সার’ শুরু করতে যাচ্ছেন আলোচিত নির্মাতা মিজানুর রহমান মিজান। ছবিটিতে অভিনয় করবেন সাইমন সাদিক, পারভেজ চৌধুরী আবির ও নবাগতা মেঘলা। আগামী ২৭ মে থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। 

নির্মাতা মিজান বলেন, ‘ছবির গল্পটা অন্যরকম। সাধারণ বাণিজ্যিক ছবিতে যেমন পাঁচটা গান, দশটা মারপিট দৃশ্য, কিছু ড্রামা থাকে এটা তেমন না। শুরু থেকেই দর্শক একটা ঘোরের মধ্যে থাকবেন।

ছবির আরেক নায়ক পারভেজ চৌধুরী আবির বলেন, ‘আমি সব সময় বেছে বেছে কাজ করি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল নায়ক রাজ রাজ্জাক, খলিলের মতো অভিনেতাদের হাত ধরে। চাইলেও তো হুটহাট ছবিতে অভিনয় করতে পারি না। এই ছবিটার গল্প শুনে মনে হয়েছে নিজেকে উপস্থাপন করতে পারব। অভিনয়ের একটা জায়গাও আছে। আশা করছি, ভালো একটা ছবি হবে।’

নবাগত নায়িকা মেঘলা বলেন, ‌‘আমি অনেকদিন ধরেই সিনেমায় অভিনয় করার প্রস্তাব পাচ্ছিলাম। তবে ভালো পরিচালক ও গল্পের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আমার মনের মতো গল্প ও পরিচালক পেয়েছি। আশা করছি, ভালো কিছু হবে।’ উল্লেখ্য, ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনা করছেন আয়ুষ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here