ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে ৩ কোটি ৯৯ লক্ষ ৯৮ হাজার ৫৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো।
২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে ৩ কোটি ৯৯ লক্ষ ৯৮ হাজার ৫৫০ টাকা। যা গত ২০২২-২০২৩ অর্থ বছরে ছিল ৩ কোটি ৬৯ লক্ষ ৫২ হাজার ৮৯২ টাকা।
এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল কাদের, সদর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক উপস্থিত ছিলেন।
সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।