ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের প্রতি রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। বুধবার ইরানকে উদ্দেশ্য করে জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রুশ সন্ত্রাসীদের সহযোগী হতে আপনাদের আগ্রহ কেন? এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডে ইরানের কী স্বার্থ? রাশিয়ার হাতে আপনাদের অস্ত্র। এই অস্ত্র প্রতি রাতে ইউক্রেনকে আতঙ্কিত করে।
ইউক্রেনের সামরিক বাহিনী গতকাল ইরানের তৈরি ৩৬টি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেয়। এরপর ইরানের ড্রোন নিয়ে কথা বলেন জেলেনস্কি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধে ইরান রাশিয়াকে শাহেদ-১৩৬ ড্রোন সরবরাহ করছে অভিযোগ করেছে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা। প্রাণঘাতী এই ড্রোনের সাহায্যে ইউক্রেনের শহর ও অবকাঠামোগুলো ব্যাপক হামলা চালাচ্ছে মস্কো।