গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন ১৭টি ইউনিয়নে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের গণমিছিল আয়োজন উপলক্ষে শাখাহার ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে শাখাহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহরগছির চারমাথায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম তারা মন্ডল।
আলোচনা সভায় তিনি বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের নেতৃত্বে আগামীকাল ধানের শীষ প্রতীকের গণমিছিল। আমাদের মার্কা ধানের শীষ। আমরা সকল দিধা-দ্বন্দ্ব ভুলে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির প্রার্থীকে জয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান সরকার, ২ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজাম্মান প্রধান, ৩ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান মাস্টার, শাখাহার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আকাশ, ৮ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ফারুক ও ৬ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম।
এ ছাড়া ৮ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রানু, ৫ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর মেম্বার, ৯ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়েসকুরুনী মাস্টার, ৪ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাজিব সরকারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

