আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0

আখতার রাফি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ সোহরাব (৩২) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মোঃ তাজুল ইসলাম ওরফে তারার ছেলে। তিনি ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here