সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল

0
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘উৎস সন্ধ্যা ২০২৫’ এ গাইলেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান বাপ্পার ‘বৃষ্টি পড়ে’ দিয়ে শুরু হয়ে ‘দিন বাড়ি যায়’, ‘পরী’, ‘বাজি’ ও ‘তোমাকেই বলে দেব’ গানগুলোর মাধ্যমে আগুন ছড়িয়ে দেয়। কোনাল পরিবেশন করেন ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘বসন্ত চলে যায়’, ‘ঘুম জড়ানো’ ও ‘সং অব বাংলাদেশ’। দু’জন মিলে প্রথমবারের মতো মঞ্চে যুগল পরিবেশন করেন ‘একটু যদি তাকাও তুমি’ ও ‘চোখের ভিতর স্বপ্ন’।

উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহবুবা আকতার মাহমুদ লীনা বলেন, “বত্রিশ বছর আগে মাত্র তিন শিশু নিয়ে যাত্রা শুরু করি। লক্ষ্য ছিল এমন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু আনন্দময়, নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে উঠবে।”

উৎস আয়োজন থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে সংস্থার দু’টি স্কুল এবং ঢাকার বিভিন্ন বস্তিতে অবস্থিত আটটি ‘আস্থা’ ডে-কেয়ার সেন্টারের ৫শ’র বেশি শিশু ও কিশোরদের সহায়তায়। অনুষ্ঠানের প্রধান সহযোগী ওয়ান বাংলাদেশ। অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএমসি নিট কম্পোজিট, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়, গুলশান ইনার হুইল ক্লাব, ম্যাক লুব্রিকেন্ট, পোলার আইসক্রিম, শক্তি ফাউন্ডেশন, ঊর্মি গ্রæপ, বাংলাদেশ ফাইন্যান্স, ঢাকা ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here