৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল

0
৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল

৪০ বছর বয়সেও যেন থামার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। বাইসাইকেল কিকে গোল করে আবারও আলোচনায় এলেন তিনি। সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে ‘বুড়ো’ রোনালদো দেখালেন তারুণ্যের ঝলক, যেই গোলটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গতকাল রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে আল-খালিজকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আল-নাসর। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদোর অসাধারণ বাইসাইকেল কিকে করা গোলটি। এটি তার ক্যারিয়ারের ৯৫৪তম গোল, যা মনে করিয়ে দিয়েছে ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে করা বিখ্যাত সেই গোলের কথা।

এর আগে আল-নাসরের হয়ে গোল করেন জোয়াও ফেলিক্স ৩৯ মিনিটে, ওয়েসলি রিবেইরো ৪২ মিনিটে এবং সাদিও মানে ৭৭ মিনিটে। আল-খালিজের হয়ে একমাত্র গোলটি আসে ৪৭ মিনিটে মুরাদ আল-হাওসাউইয়ের পা থেকে।

সৌদি প্রো লিগের সর্বশেষ ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ভালো ছন্দে রয়েছে আল-নাসর। এই সময়ে রোনালদো করেছেন ১০ গোল। আল-খালিজকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here