ইসরায়েলের হুঁশিয়ারির মধ্যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের

0

‘খাইবার’ নামে চতুর্থ প্রজন্মের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার দাবি করেছে ইরান। এটি দুই হাজার কিলোমিটার এবং এক হাজার পাঁচশ কেজি ওয়ারহেড বিশিষ্ট।

পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ইসরায়েলের সশস্ত্র বাহিনী প্রধানের এমন হুঁশিয়ারির দুদিন পর ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালাল ইরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার দেশটির নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (এআইও) এর সর্বশেষ পণ্য উদ্বোধন করা হয়।

ইরানের মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। তারা বলেছে, তাদের এই ক্ষেপণাস্ত্র চিরশত্রু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here