ভোলায় মেঘনার তীর সংরক্ষণে ১ হাজার ৯৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

0

ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা এবং বন্যা নিয়ন্ত্রণ ও সেচসহ পর্যটন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ৯৬ কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের প্রথম পর্যায়ের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রকল্পটি ২০২২ সালের ৫ এপ্রিল একনেকের বৈঠকে অনুমোদন লাভ করে এবং ২০২৫ সালের জুনে শেষ হবার কথা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লালমোহন তজুমদ্দিনের ১৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ৩৪ কিলোমিটার এলাকার বাঁধ পুনর্বাসন, ১৯ কিলোমিটার নদী পুনঃখনন এবং ৭টি স্লুইচ গেট ও ৯টি হার্বার, ৩টি রিভার অবজারভেটরি টাওয়ার এবং সোলার লাইটিংসহ ৩৫ কিলোমিটার রিভার ড্রাইভ তৈরি করা হবে। এ জন্য ব্যয় হবে ১ হাজার ৯৬ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here