কটলার ইম্প্যাক্ট ও নর্দান এ্যাডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে বহুল প্রত্যাশিত অনুষ্ঠান ‘মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩’ আয়োজন করা হয়। প্রফেসর ফিলিপ কটলারের নামে বিশ্বের বিজনেস লিডারদের সম্মানিত করতে এবং তাদের অবদানকে আরও স্মরণীয় করতে কটলার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এফএমসিজি বিভাগের সিইও সৈয়দ আলমগীরকে ‘Iconic Achiever of the Year 2023’ হিসেবে ‘কটলার অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়।