ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ ২৬ নভেম্বর, দেখা যাবে ১০০ টাকায়

0
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ ২৬ নভেম্বর, দেখা যাবে ১০০ টাকায়

আগামী ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। বাংলাদেশের আয়োজনে এই টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে লড়বে আজারবাইজান ও মালয়েশিয়া। টিকিটের দাম রাখা হয়েছে হাতের নাগালে। মাত্র ১০০ টাকা খরচ করলেই গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।

শনিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

তিনি জানান, রবিবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ দর্শকদের জন্য গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা।

এছাড়া ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে স্থানভেদে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। তবে ভিআইপি গ্যালারি ও রেড বক্সের আসনগুলো নারী ফুটবলের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংকের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

নারী ফুটবলকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে এবং সহজে মাঠে আনার লক্ষ্যেই এবার টিকিটের এই সাশ্রয়ী মূল্য নির্ধারণ করেছে ফেডারেশন।

সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে স্বাগতিকরা। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here