চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স

0
চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স

আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন নিষেধাজ্ঞা মেনে চলা। রিলায়েন্স তাদের গুজরাটের জামনগর ইউনিটের জন্য রুশ অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, আগামী বছর থেকে তৃতীয় কোনো দেশ হয়ে আসা রুশ তেলজাত পণ্য আমদানির ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এছাড়া শুক্রবার থেকে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েল-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে; রিলায়েন্সের এই পদক্ষেপ সেই নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এক বিবৃতিতে রিলায়েন্স বলেছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে পণ্য আমদানির ওপর যে বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে, তার সম্পূর্ণ প্রতিপালন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে। 

হোয়াইট হাউস রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস অফিস বলেছে, আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনাকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি।

দিল্লির রুশ তেল কেনার বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর মধ্যে রুশ তেল ও অস্ত্র কেনার জন্য ‘শাস্তিস্বরূপ’ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের অভিযোগ ছিল, এই অর্থের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাড় করছে মস্কো—যদিও ভারত এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here