এনভিডিয়ার শেয়ারের অবিশ্বাস্য উত্থান

0
এনভিডিয়ার শেয়ারের অবিশ্বাস্য উত্থান

চিপ জায়ান্ট এনভিডিয়া প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা করার খবর দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশাল বিনিয়োগের কারণেই অনেকটা স্বস্তি পাচ্ছেন এনভিডিয়ার শেয়ার হোল্ডাররা।

কোম্পানিটি জানিয়েছে, অক্টোবর পর্যন্ত তিন মাসে তাদের রাজস্ব ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এআই ডেটা সেন্টারে ব্যবহৃত চিপের চাহিদার কারণেই এই উলম্ফন। শুধু এই বিভাগ থেকেই বিক্রি ৬৬ শতাংশ বেড়ে ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

চতুর্থ ত্রৈমাসিকের জন্য ৬.৫ বিলিয়ন ডলারের বিক্রির পূর্বাভাসও বিশ্লেষকদের অনুমানকে ছাড়িয়ে গেছে। যার ফলে শেয়ার বাজারে এনভিডিয়ার শেয়ার লেনদেন-পরবর্তী সময়ে প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেছেন, এআই বাবল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমাদের দৃষ্টিকোণ থেকে, আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু দেখছি।

এক বিবৃতিতে হুয়াং আরও উল্লেখ করেছেন, তাদের এআই ব্ল্যাকওয়েল সিস্টেমের বিক্রি ছিল অবিশ্বাস্য এবং ক্লাউড জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) বিক্রি শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা এআই’র প্রতিটি পর্যায়ে উৎকর্ষ সাধন করছি।

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া এআই ডেটা সেন্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিপ তৈরি করে এবং একে এআই উত্থানের একটি মূল কারিগর হিসেবে দেখা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here