ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে

0
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে

ভূমিকম্পে এখন পর্যন্ত নরসিংদী জেলায় চারজনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়েছে, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন আহত হন।

গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ ওমর নামে আট বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামে কাজেম আলী ভূঁইয়া নামে এক বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মারা গেছেন নাসিরউদ্দিন নামে একই উপজেলার নয়াপাড়া গ্রামের আরো এক বাসিন্দা।

এছাড়া ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে নরসিংদীর শিবপুর উপজেলায় ফোরকান নামে এক ব্যক্তিরও মৃত্যুর খবর জানানো হয়েছে।

জেলা প্রশাসন বলেছে, ভূ-কম্পনের সময় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here