‘লোকজন হয়তো জিজ্ঞেস করবে, শাহরুখ খান কে’

0
‘লোকজন হয়তো জিজ্ঞেস করবে, শাহরুখ খান কে’

সিনেমা নিয়ে খুব একটা আলোচনায় থাকেন না বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তবে এবার শিরোনাম হলেন বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে। যার জেরে কিং খান ভক্তদের কটাক্ষের স্বীকার অভিনেতা। 

সম্প্রতি ‘মাস্তি ৪’ সিনেমার প্রচারে গিয়ে বিবেক বলেন, ১৯৬০ সালে কে, কোন সিনেমায় অভিনয় করেছেন, সেসব এখন কেউ মনেও রাখে না। পাত্তাও দেয় না। ২০৫০ সালে হয়তো লোকজন জিজ্ঞেস করবে, শাহরুখ খান কে?

এখানেই থেমে থাকেননি তিনি। কথা বলেন রাজ কাপুরকে নিয়েও। তার কথায়, এই যেমন, বর্তমান প্রজন্মের লোকজন জিজ্ঞেস করতে পারে, কে রাজ কাপুর? আমি-আপনি রাজ কাপুরকে সিনেমার ঈশ্বর বলে সম্বোধন করি, কিন্তু এই প্রজন্মের কাউকে জিজ্ঞেস করুন, তারা হয়তো রণবীর কাপুরের ভক্ত। তারা জানেও না রণবীর আদতে রাজ কাপুরের নাতি।

কিং খানকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেননি শাহরুখভক্তরা। তোপ দাগান বিবেকের অভিনয় ক্যারিয়ারের পড়ন্ত দিক নিয়ে। মনে করিয়ে দেন কোভিড-উত্তর শাহরুখের কামব্যাক নিয়ে।  

প্রসঙ্গত, সবশেষ ২০১৯ সালে প্রধান অভিনেতা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেন বিবেক। দীর্ঘ বিরতির পর ফিরছেন ‘মাস্তি ৪’ দিয়ে। এতে আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here