নারায়ণগঞ্জে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন

0
নারায়ণগঞ্জে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সংস্কৃতি কর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এই কর্মসূচি পালন করে তারা। 

এসময় লেখক শিল্পী রফিউর রাব্বি বলেন, সরকার এক শ্রেণির উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ক্রমান্বয়ে জিম্মি হয়ে পড়ছে। তারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও  মানবতাবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে ধূলিস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে পূর্বের ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ভিন্ন মতকে দমনের অপতৎপরতা নির্বাসিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক শিল্পী রফিউর রাব্বি, সংগঠনের সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাউল শিল্পী ফকির শাহজালাল, সাংস্কৃতিক সংগঠন উন্মেষের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, ছড়াকার আহমেদ বাবলু, বাসদের সংগঠক প্রদীপ সরকার ও সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here