বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো তৈরির জন্য ১২০ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে। এত বড় অঙ্কের ঋণ নেওয়া তাদের জন্য নতুন বিষয়। কারণ আগে তারা সাধারণত নিজস্ব তহবিল দিয়েই বড় প্রকল্প চালাতো। হঠাৎ ঋণ নির্ভরতা বাড়ায় বাজারে স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করছেন।
রয়টার্সের হিসাবে, শুধু সেপ্টেম্বর থেকে চারটি বড় ‘হাইপারস্কেল’ কোম্পানি প্রায় ৯০ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করেছে। এর মধ্যে অ্যালফাবেট ২৫ বিলিয়ন, মেটা ৩০ বিলিয়ন, ওরাকল ১৮ বিলিয়ন এবং অ্যামাজন ১৫ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করেছে। অ্যামাজন তিন বছর পর আবার মার্কিন বাজারে বন্ড বিক্রি করল। এ সময় মাইক্রোসফটই একমাত্র বড় প্রতিষ্ঠান, যারা ঋণ বাজারে এখনও প্রবেশ করেনি।
এ ছাড়া, গত অক্টোবরে মেটা ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের একটি ব্যক্তিগত অর্থায়ন চুক্তি করেছে তাদের সবচেয়ে বড় ডেটা সেন্টার প্রকল্পের জন্য। ফলে গত পাঁচ বছরের গড় ২৮ বিলিয়ন ডলারের তুলনায় এবারের মোট ঋণ ইস্যুর পরিমাণ কয়েকগুণ বেড়ে গেছে।
ওয়েলিংটন ম্যানেজমেন্ট কোম্পানির পোর্টফোলিও ম্যানেজার ব্রিজ খুরানা বলেন, এআই প্রকল্পগুলো এখন এত বড় ও ব্যয়বহুল যে ব্যক্তিগত ঋণ বাজার বা কোম্পানির নিজস্ব মুনাফা দিয়ে এগুলো চলবে না। তাই বন্ড বাজারই প্রধান উৎস হয়ে উঠছে। তিনি আরও বলেন, বাজারে এখন বোঝা যাচ্ছে তহবিলের বড় অংশ শেয়ার থেকে বন্ডে সরে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কোম্পানিগুলোর এই আগ্রাসী বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক হবে কি না—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে নিশ্চিতভাবে বলা যায়, এআই অবকাঠামো বিস্তার এখন প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রতিযোগিতা।

